আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিলে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার

স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিলে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ স্বৈরাচারের দোসরদের মনোনয়নপত্র বাতিলের জন্য হাইকোর্টে রিট করেছে জুলাই ঐক্য।

গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি।

বিজ্ঞাপন

জুলাই ঐক্যের পক্ষে রিট দায়ের করেছেন সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে বোরহান মাহমুদ।

রিট আবেদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

রিটের পক্ষে শুনানিতে আইনজীবী হিসেবে রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। আদালত রিটটি গ্রহণ করলে এ বিষয়ে পরবর্তী আদেশ আসতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন