সুপ্রিম কোর্টে আইনজীবী-বিচারপতিদের মিলনমেলা রোববার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৮: ৪৭

উচ্চ আদালত দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে ১৯ অক্টোবর রোববার খুলছে। ঐতিহ্য অনুযায়ী সেদিন সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন সাজানো হচ্ছে সুন্দর অবয়বে ।

রীতি অনুযায়ী এ অনুষ্ঠানে বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। অনুষ্ঠানটি আগামী রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত 'সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অনুষ্ঠিত হবে। এতে  প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন । প্রতিবছর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে অনুষ্ঠিত হয়ে আসছে।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত