৬১ জেলা জজ পদমর্যাদাসহ ২৩২ বিচারিক পদ তৈরি হচ্ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৫৫
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১২

সারাদেশে ৬১টি জেলা জজ পদমর্যাদার পদসহ ২৩২টি বিচারিক পদ তৈরি হচ্ছে । মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে আপিল কোর্টে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন

সভায়, প্রধান বিচারপতি ড. বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আদেশে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫ এর বিধি ৫ অনুসারে সার্ভিসের বিচারিক পদ সৃজন সংক্রান্তে গঠিত কমিটির সভায় সর্বসম্মতভাবে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ পদমর্যাদার দেশের ৬৪টি জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় ৮টিসহ সর্বমোট ৭২টি বিচারকের পদ, দেশের পার্বত্য জেলা মো. খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত অপরাপর ৬১টি জেলায় জেলা জজ পদমর্যাদার ৬১টি এবং মামলার সংখ্যা অনুপাতে ঢাকা জেলার আরো ৪টিসহ সর্বমোট ৬৫টি পারিবারিক আপীল আদালতের বিচারকের পদ, ইতোমধ্যে সারা দেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালসমূহে জেলা জজ পদমর্যাদার ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারকের পদ, ইতঃপূর্বে সারা দেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালসমূহে যুগ্ম জেলা জজ পদমর্যাদার মধ্যে বিদ্যমান সৃজিত ১৩টি বিচারকের পদ ব্যতীত অবশিষ্ট ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকের পদসহ সর্বমোট ২৩২টি বিচারিক পদ সৃজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, উল্লিখিত ২৩২টি পদসমূহের বিপরীতে অবিলম্বে বিচারিক পদের সহায়ক জনবল সৃজন এবং বিচারিক পদের অফিস সরঞ্জামাদি নির্ধারণের ক্ষেত্রে আইন ও বিচার বিভাগ এতদসংক্রান্তে প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগে প্রেরণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগকে পরামর্শ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সভায় বর্ণিত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত