আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাইফুজ্জামানের বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

সাইফুজ্জামানের বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের আদেশও দেন বিচারক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদক জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, তার (সাইফুজ্জামান) বিদেশে থাকা বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনাম চারটি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট, ভারতে ৯টি ও ফিলিপাইন দুটি বাড়ি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মশিউর রহমান এসব বাড়ি, অ্যাপার্টমেন্ট জব্দ ও এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।

এ ছাড়াও একই দিনে সিআইডি অপর এক আবেদন আমলে নিয়ে সাইফুজ্জামানসহ ছয়জনের নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেয় একই আদালত।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যুক্তরাজ্যে বসবাস করা সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ এনে একাধিক মামলা করেছে দুদক ও সিআইডি। এসব মামলায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞাও জারি করেছেন আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন