জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে উপস্থিত হয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
প্রসিকিশন সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি এএসএম মাকসুদ কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন সাদিক কায়েম।
এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল। তার নির্দেশে শিক্ষার্থীদের ওপর গুলি, হাতবোমা নিক্ষেপ করা হয়। এমনকি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসা নিতে বাধা দেয় ছাত্রলীগ, যুবলীগ।


বিএনপি নেতার সামনে পা তুলে বসা নিয়ে সংঘর্ষে নিহত যুবক