পিএসসির পরীক্ষায় সাজেশনের নামে প্রতারণার মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫২

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিভিন্ন নন-ক্যাডার চাকরি প্রত্যাশীদের সাজেশন দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নেয়া সংঘবদ্ধ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গ্রেপ্তার ব্যক্তির নাম মতিউর রহমান (৩২)। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার কাজলা নোয়ার পাড়ার মন্ডল বাড়ির মো. নাসির উদ্দিন ও রেহেনা বেগমের ছেলে। তাকে জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, প্রতারক চক্রটি পিএসসির বিভিন্ন পদে (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার আগে নিশ্চিত সাজেশনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক পেজে ‘ATEO এর জন্য সিক্রেট শীট কেউ হাতছাড়া করবেন না এই সুযোগ। শেষ মূহুর্তের চূড়ান্ত Secret সাজেশন শীট মাত্র ৫৫০ টি MCQ সাথে উত্তর। হুবহু কমন পাবেন ৮০-৯০%’ ক্যাশ অন ডেলিভারি ৩৯০ টাকা অগ্রিম ৯০ টাকা, সুন্দরবন কুরিয়ারে অগ্রিম ফুল পেমেন্ট আর পিডিএফ নিতে ২০০ টাকা এবং পেমেন্টের ১ মিনিটের মধ্যেই পিডিএফ পাবেন মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ই-মেইল এ সেন্ড করা হবে। বিকাশ পার্সোনাল/নগদ/রকেট নাম্বার ...’ এরকম নানা চটকদার শিরোনামে পোস্ট করতো। এরপর তাদের সাথে যোগাযোগ হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ চাকরিপ্রার্থীদের নিকট হতে অর্থ হাতিয়ে নিত। যার ফলশ্রুতিতে, একদিকে যেমন সাধারণ চাকরি প্রত্যাশীগণ প্রতারিত হচ্ছিল, অন্যদিকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর সুনাম ক্ষুণ্ন হচ্ছিল।

বিষয়টি নজরে আসলে পিএসসির পক্ষ হতে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডিতে অভিযোগ করা হয়। সিআইডি তথ্য প্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রটির মূলহোতা মতিউর রহমানকে (৩২) জামালপুর জেলা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালীন প্রতারণার কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ও একটি ল্যাপটপ আলামত হিসেবে জব্দ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর পক্ষ হতে ডিএমপির শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।

চক্রের অন্যান্য আসামি শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির অভিযান চলমান আছে। গ্রেপ্তারকে আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্‌ঘাটন, চক্রের অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত