সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১০: ২৮

ছবি: সংগৃহীত
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করে আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বৃহস্পতিবার সকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে বিচারপতি অপসারণের ক্ষমতা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে।
গত বছরের ২০ অক্টোবর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করা যাবে। সংবিধানের এ-সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদ পুরোটাই পুনর্বহাল করেন আপিল বিভাগ।
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বহাল রেখে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com