
স্টাফ রিপোর্টার

দেড় দশক আগে রাজধানীর শেওড়াপাড়ায় ১৪ বছরের এক কিশোরীকে নির্যাতনের মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজির সহকারি অধ্যাপক ইসমত জাহান জনি'র মা মোসা. পারভীন চৌধুরীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবীর এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি রাশেদুল ইসলাম জানান,"দণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও চার মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে হাজির ছিল। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলায় অভিযোগ করা হয়, ১৪ বছরের কিশোরী শিরিন শেওড়াপাড়ায় পারভীন চৌধুরীর বাসায় গৃহকর্মীর কাজ করতো। কারণে অকারণে পারভীন চৌধুরী এবং তার মেয়ে ইসমত জাহান জনি তাকে মারধর করতো। গরম পানির ছ্যাঁকা দিত। ঘরে আটকে রাখতো, পরিবারের সাথে যোগাযোগ করতে দিত না। ২০১০ সালের ১৫ ও ১৬ সেপ্টেম্বর মারধর করে তাকে জখম করে। পরে ২৩ অক্টোবর পারভীন চৌধুরী তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। বিকেল ৩ টার দিকে শেওড়াপাড়ায় শিরিনকে কান্নাকাটি করতে দেখেন তার মায়ের পূর্বপরিচিত প্রতিবেশী আব্দুর রশিদ। তিনি শিরিনের শরীরে ক্ষত দেখতে পান। এ ঘটনায় ওইদিনই আব্দুর রশিদ মিরপুর মডেল থানায় পারভীন চৌধুরী এবং ইসমত জাহান জনিকে আসামি করে মামলা করেন।
মামলাটি তদন্ত করে পারভীন চৌধুরীকে অভিযুক্ত করে মিরপুর মডেল থানার এসআই আবু বকর মিয়া আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে ইসমত জাহান জনির বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ২০১৫ সালের ১৬ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১১ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। পারভীন চৌধুরী নিজে এবং ইসমত জাহান মায়ের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। আসামির আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

দেড় দশক আগে রাজধানীর শেওড়াপাড়ায় ১৪ বছরের এক কিশোরীকে নির্যাতনের মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজির সহকারি অধ্যাপক ইসমত জাহান জনি'র মা মোসা. পারভীন চৌধুরীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবীর এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি রাশেদুল ইসলাম জানান,"দণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও চার মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে হাজির ছিল। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলায় অভিযোগ করা হয়, ১৪ বছরের কিশোরী শিরিন শেওড়াপাড়ায় পারভীন চৌধুরীর বাসায় গৃহকর্মীর কাজ করতো। কারণে অকারণে পারভীন চৌধুরী এবং তার মেয়ে ইসমত জাহান জনি তাকে মারধর করতো। গরম পানির ছ্যাঁকা দিত। ঘরে আটকে রাখতো, পরিবারের সাথে যোগাযোগ করতে দিত না। ২০১০ সালের ১৫ ও ১৬ সেপ্টেম্বর মারধর করে তাকে জখম করে। পরে ২৩ অক্টোবর পারভীন চৌধুরী তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। বিকেল ৩ টার দিকে শেওড়াপাড়ায় শিরিনকে কান্নাকাটি করতে দেখেন তার মায়ের পূর্বপরিচিত প্রতিবেশী আব্দুর রশিদ। তিনি শিরিনের শরীরে ক্ষত দেখতে পান। এ ঘটনায় ওইদিনই আব্দুর রশিদ মিরপুর মডেল থানায় পারভীন চৌধুরী এবং ইসমত জাহান জনিকে আসামি করে মামলা করেন।
মামলাটি তদন্ত করে পারভীন চৌধুরীকে অভিযুক্ত করে মিরপুর মডেল থানার এসআই আবু বকর মিয়া আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে ইসমত জাহান জনির বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ২০১৫ সালের ১৬ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১১ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। পারভীন চৌধুরী নিজে এবং ইসমত জাহান মায়ের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। আসামির আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা রয়েছে। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করে পর জামিন পেলেন ১২ আসামি।
২ ঘণ্টা আগে
মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে এ রিট আবেদন দায়ের করা হয়।
৭ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলা ও সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
৮ ঘণ্টা আগে