নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব কারাগারে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৮: ১৪

পবিত্র কোরআন 'অবমাননার' অভিযোগে গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিন অপূর্ব পালকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন বিচারক।

আবেদনে বলা হয়, আসামি অপূর্ব পাল কোরআন অবমাননার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল বলেছে, মুসলিম ধর্মাবলম্বীর পবিত্র গ্রন্থ কোরআন শরীফ হাতে করে নিয়ে আসে। পরে সকলের সামনে কোরআন শরীফ হাত থেকে ফ্লোরের উপর ফেলে পা দিয়ে পদদলিত করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অপূর্ব পালকে কারাগার আটক রাখা প্রয়োজন।

এর আগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাতেই উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়।

এরপর রাতেই তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলার করেন রাজধানীর ভাটারা থানার উপ-পরিদর্শক হাসমত আলী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত