আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোহান হত্যার মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সোহান হত্যার মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ভারগো গার্মেন্টস কোম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সোহান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম অব্যাহতির এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-৩-এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেন।

এতে বলা হয়, ঘটনার সঙ্গে আসামি শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বিধায় এ মামলায় তার অব্যাহতির আবেদন করছি।

জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ। এরপর ওই বছরের ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে আদালতে মামলা করেন।

আদালত অভিযোগটি রামপুরা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলায় এজাহারনামীয় ৪৯ নম্বর আসামি করা হয় শেখ বশিরউদ্দীনকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন