সাংবাদিকদের প্রসিকিউটর মিজানুর রহমান

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষ হতে পারে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৩: ৫৯
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৪: ১২
শেখ হাসিনা, ফাইল ছবি

জুলাই-আগস্টে গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অক্টোবর মাসের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর রহমান। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। এরপর ৭ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। ৮ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী।

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত