বিচারপতি হিসেবে নিজের প্রজ্ঞাপন নিজে স্বাক্ষর করলেন সচিব আবু তাহের

সাইদুর রহমান রুমি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৪: ১৩
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৪: ২৭
ফাইল ছবি

অর্ন্তবর্তী সরকারের সময়ে এই প্রথম ২৫ জন অতিরিক্ত বিচারপতি দিয়েছে সরকার। এর মধ্যে অন্যতম আইন ও বিচার মন্ত্রণালয়ের বর্তমান সচিব আবু তাহের।

সোমবার এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তিনি সাক্ষর করেন।

বিজ্ঞাপন

আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান-এর ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নের ২৫ জনকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন। 

নিয়োগ প্রাপ্তরা সুপ্রীমকোর্ট জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ করেছেন। নবনিযুক্ত এই বিচারপতিদের শপথ পড়ান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত