আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক দিনে সংসদ নির্বাচন ও গণভোট তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আমার দেশ অনলাইন

এক দিনে সংসদ নির্বাচন ও গণভোট তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এক দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

বিজ্ঞাপন

এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি শুরু হবে।

রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবে। আপিল আবেদনের জন্য এক সেট মূল কাগজপত্র এবং ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন