কুয়েট অভিমুখে ঢাবি ও জবি শিক্ষার্থীদের লং মার্চের হুঁশিয়ারি

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০০: ৪৮
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০১: ৩০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। এসময় কুয়েটে অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তারা।

বুধবার রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া নামক স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ প্রজন্ম চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, ভিসি মাসুদের পদত্যাগ’, ‘আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে?’, ‘শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন চলছে। এত কিছুর পরও উপাচার্য এখনও তার পদে বহাল রয়েছেন। যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দেশব্যাপী ‘লং মার্চ টু কুয়েট’ কর্মসূচি দিতে বাধ্য হব।

এ সময় কুয়েটের সাবেক শিক্ষার্থী জিহাদুল তালুকদার বলেন, কুয়েটের আমার ছোট ভাইয়েরা ন্যায্য দাবিতে অনশন কর্মসূচি পালন করছে। তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। তাদের দাবির সঙ্গে সংহতি রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও অনশন কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের সবার দাবি একই—স্বৈরাচারী উপাচার্য মাছুদের পদত্যাগ চাই। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাই, যত দ্রুত সম্ভব আপনারা কুয়েটের উপাচার্যকে অপসারণ করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহম্মদ বলেন, কুয়েটের উপাচার্য শিক্ষার্থীদের পর্যায়ক্রমে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অনশনরত কয়েকজন শিক্ষার্থী ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ এত আন্দোলন সংগ্রামের পরেও কেন তিনি পদত্যাগ করছেন না জানেন? কারণ কুয়েট একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে প্রতি বছর হাজার কোটি টাকার টেন্ডার পাস হয়। সেগুলো দখলে রাখতে তিনি ক্যাম্পাসে ছাত্রলীগের হেলমেট বাহিনীর মতো রামদা বাহিনী গঠন করতে চাচ্ছেন। এসময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কুয়েট ঘেরাও কর্মসূচির আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত