
স্টাফ রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেন, গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে হামলা চালায়। এতে শতাধিক শিক্ষক আহত হন এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিবৃতিতে বলা হয়, ‘২৪-এর জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ছিল না; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও রাষ্ট্রের আমূল সংস্কারের লক্ষ্যেই সংঘটিত হয়েছিল। কিন্তু ৬টি সংস্কার কমিশন গঠিত হলেও শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠিত হয়নি, যা শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি অবিচার।’
সংগঠনটি মনে করে, শিক্ষা সংস্কার কমিশন না গঠন এবং শিক্ষার্থী-শিক্ষকদের ন্যায্য দাবির সমাধানে ব্যর্থতা—সহস্রাধিক শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতার প্রতিফলন।
বিবৃতিতে আরো বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন। দাবি-দাওয়া যাই হোক, বলপ্রয়োগ নয়—সংলাপ ও আলোচনাই হতে পারে টেকসই সমাধান। অথচ শিক্ষকদের ওপর বারবার বলপ্রয়োগের ঘটনা ঘটছে, যা অত্যন্ত নিন্দনীয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে—এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং শিক্ষকদের দাবির যৌক্তিক সমাধান দ্রুত নিশ্চিত করতে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেন, গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে হামলা চালায়। এতে শতাধিক শিক্ষক আহত হন এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিবৃতিতে বলা হয়, ‘২৪-এর জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ছিল না; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও রাষ্ট্রের আমূল সংস্কারের লক্ষ্যেই সংঘটিত হয়েছিল। কিন্তু ৬টি সংস্কার কমিশন গঠিত হলেও শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠিত হয়নি, যা শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি অবিচার।’
সংগঠনটি মনে করে, শিক্ষা সংস্কার কমিশন না গঠন এবং শিক্ষার্থী-শিক্ষকদের ন্যায্য দাবির সমাধানে ব্যর্থতা—সহস্রাধিক শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতার প্রতিফলন।
বিবৃতিতে আরো বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন। দাবি-দাওয়া যাই হোক, বলপ্রয়োগ নয়—সংলাপ ও আলোচনাই হতে পারে টেকসই সমাধান। অথচ শিক্ষকদের ওপর বারবার বলপ্রয়োগের ঘটনা ঘটছে, যা অত্যন্ত নিন্দনীয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে—এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং শিক্ষকদের দাবির যৌক্তিক সমাধান দ্রুত নিশ্চিত করতে।

ঢাকা থেকে দক্ষিণে সুন্দরবনের পথে যাত্রা করলে মাওয়া মহাসড়ক পেরিয়ে চোখে পড়ে এক নির্দেশক বোর্ড ‘খুলনা বিশ্ববিদ্যালয় আর বেশি দূরে নয়’। এরপর প্রায় দুই ঘণ্টার পথ পাড়ি দিলেই পৌঁছানো যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে। বাইরে থেকে শান্ত ও নিস্তব্ধ মনে হলেও ভেতরে এটি এক প্রাণচঞ্চল শিক্ষানগরী—যেখানে হাজারো তরুণ
৪ ঘণ্টা আগে
দেশের বেসরকারি-স্কুল কলেজে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এর মেয়াদ শেষে নিয়মিত বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন মহল।
৬ ঘণ্টা আগে
প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)।
১২ ঘণ্টা আগে
শিক্ষার্থীকে হেনস্তাকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম আবর্তনের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ইমু ছাত্রী সংস্থার সমর্থক হলেও জনশক্তি নয় বলে মন্তব্য করে একটি বার্তা প্রদান করেন জবি ছাত্রী সংস্থা।
১৩ ঘণ্টা আগে