প্রতিনিধি, জবি
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) গাজা অভিমুখী নৌযান থেকে ইসরাইলি বাহিনীর হাতে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে শাঁখারীবাজার ও বাহাদুর শাহ পার্কসংলগ্ন বিশ্বজিৎ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘প্যালেস্টাইনে মানুষ মরে, জাতিসংঘ কি করে’,'স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘শহিদুল আলম আটক কেন, জাতিসংঘ জবাব চাই’।
পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের নেতা মাসুদ রানা বলেন, “২০২৩ সাল থেকে দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল ফিলিস্তিনে অবিরাম হামলা চালাচ্ছে। গাজার ভাই-বোনদের আমরা একা ছেড়ে দেব না। প্রয়োজনে গাজায় লং মার্চ দিতেও প্রস্তুত আছি।”
শাখা বাগছাসের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, মুসলিম উম্মাহর অনুভূতির নাম। ইসরাইল এখন শুধু হামলাই নয়, খাদ্য ও মানবিক সহায়তাও বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ বাংলাদেশি ফটোসাংবাদিক শহিদুল আলমকে গ্রেপ্তার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।”
শাখা ছাত্রফ্রন্ট সভাপতি ইভান তাহসীব বলেন, “ইসরাইলি বাহিনী শহিদুল আলমকে অপহরণ করেছে, অথচ এই সরকারের নীরবতা লজ্জাজনক। এখন নীরব থেকে নয়, ফিলিস্তিনের গণহত্যার বিপক্ষে অবস্থান নেওয়ার সময় এসেছে।”
শাখা ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “শহিদুল আলম নিজেই বলেছেন, তাকে অপহরণ করা হয়েছে। শুধু তিনি নন, অনেক মানবাধিকারকর্মীই নিখোঁজ। আমরা শহিদুল আলমসহ সবার দ্রুত মুক্তি দাবি করছি।”
এর আগে বুধবার এক ভিডিও বার্তায় জানা যায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজাগামী নৌযান থেকে শহিদুল আলমকে ইসরাইলি বাহিনী অপহরণ করেছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মানবিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নিয়ে আসছে। তবে প্রায়ই ইসরাইলি বাহিনী এসব নৌবহরকে বাধা দিয়ে নাবিক ও কর্মীদের গ্রেপ্তার বা আটক করে থাকে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) গাজা অভিমুখী নৌযান থেকে ইসরাইলি বাহিনীর হাতে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে শাঁখারীবাজার ও বাহাদুর শাহ পার্কসংলগ্ন বিশ্বজিৎ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘প্যালেস্টাইনে মানুষ মরে, জাতিসংঘ কি করে’,'স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘শহিদুল আলম আটক কেন, জাতিসংঘ জবাব চাই’।
পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের নেতা মাসুদ রানা বলেন, “২০২৩ সাল থেকে দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল ফিলিস্তিনে অবিরাম হামলা চালাচ্ছে। গাজার ভাই-বোনদের আমরা একা ছেড়ে দেব না। প্রয়োজনে গাজায় লং মার্চ দিতেও প্রস্তুত আছি।”
শাখা বাগছাসের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, মুসলিম উম্মাহর অনুভূতির নাম। ইসরাইল এখন শুধু হামলাই নয়, খাদ্য ও মানবিক সহায়তাও বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ বাংলাদেশি ফটোসাংবাদিক শহিদুল আলমকে গ্রেপ্তার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।”
শাখা ছাত্রফ্রন্ট সভাপতি ইভান তাহসীব বলেন, “ইসরাইলি বাহিনী শহিদুল আলমকে অপহরণ করেছে, অথচ এই সরকারের নীরবতা লজ্জাজনক। এখন নীরব থেকে নয়, ফিলিস্তিনের গণহত্যার বিপক্ষে অবস্থান নেওয়ার সময় এসেছে।”
শাখা ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “শহিদুল আলম নিজেই বলেছেন, তাকে অপহরণ করা হয়েছে। শুধু তিনি নন, অনেক মানবাধিকারকর্মীই নিখোঁজ। আমরা শহিদুল আলমসহ সবার দ্রুত মুক্তি দাবি করছি।”
এর আগে বুধবার এক ভিডিও বার্তায় জানা যায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজাগামী নৌযান থেকে শহিদুল আলমকে ইসরাইলি বাহিনী অপহরণ করেছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মানবিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নিয়ে আসছে। তবে প্রায়ই ইসরাইলি বাহিনী এসব নৌবহরকে বাধা দিয়ে নাবিক ও কর্মীদের গ্রেপ্তার বা আটক করে থাকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৩ মিনিট আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১০ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১ দিন আগে