
মার্কিন নাগরিক হয়েও ইসরাইলি কারাগারে বন্দি কিশোর
ফেব্রুয়ারিতে আটক হওয়ার শিশু মোহাম্মদের কারাভোগ ৯ মাস পূর্ণ হয়েছে। ইসরাইলি সামরিক প্রসিকিউটররা মোহাম্মদেকে আরও তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার হুমকি দিয়েছে। এদিকে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) মার্কিন নাগরিক মোহাম্মদ ইব্রাহিমের অবিলম্বে মুক্তি দাবি করেছে।























