আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: বুয়েট ভিসি

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: বুয়েট ভিসি

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ব্লকেড তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ জানাতে এসে এমন কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান বুয়েট ভিসি।

তিনি বলেন, আজ বুয়েটসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের দাবিদাওয়া পেশ করতে যমুনার দিকে যখন এগিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করে–এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি এই সভ্য সমাজে পুলিশের এই আচরণ কোনোভাবেই বরদাশত করা যায় না।

ভিসি বলেন, ‘আমাদের দাবি যথাযথ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অতিসত্বর বিচারের সম্মুখীন করতে হবে। আমার বেশ কিছু শিক্ষার্থী লাঠিচার্জে, টিআর শেলে, সাউন্ড গ্রেনেডে এবং রাবার বুলেটে আহত হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল সকালে আমি এবং আমার প্রো-ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে অনুরোধ করি।’

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমর্থন আছে জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতেও অনুরোধ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন