আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

জাবি প্রতিনিধি

জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ইতোপূর্বের সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে রাত দশটার পরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে অনুষ্ঠানের সময় শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ- এর আগে গত কয়েকদিন ক্যাম্পাসে রাতভর কনসার্ট হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করে শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...