আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ববি শিক্ষার্থী অপহরণ, প্রশাসনের তৎপরতায় উদ্ধার

প্রতিনিধি, ববি

ববি শিক্ষার্থী অপহরণ, প্রশাসনের তৎপরতায় উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বরিশাল থেকে ঝিনাইদহ যাওয়ার পথে এই অপহরণের শিকার হন ভুক্তভোগী শিক্ষার্থী। তার নাম মো. আসাদ, তিনি বিশ্ববিদ্যালয়ের ১১৩ম ব্যাচের ছাত্র।

সহপাঠী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তার চাচা মারা যাওয়ায় আজ ভোরে তিনি বরিশাল থেকে বাড়ি ঝিনাইদহে যাওয়ার পথে মাদারিপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি পরিবারের মাধ্যমে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহযোগিতা নেয়। প্রশাসনের তৎপরতার খবর পেয়ে অপহরণকারীরা তার সবকিছু রেখে তাকে ছেড়ে দেন। পরে প্রশাসন তাকে উদ্ধার করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।

এ বিষয়ে আসাদের সহপাঠী রাফিদ হাসান জানান, উনার চাচা মারা যাওয়ায় উনি আজ ভোরে বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে এই ঘটনার শিকার হন।

এ বিষয়ে আসাদের বাবা বলেন, আসাদকে মাদারিপুর থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে ওর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে ছেড়ে দিয়েছে পরে অন্য একটি বাসে করে আসাদা বাড়ি আসতেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বরিশাল থেকে ঝিনাইদাহ বাড়ি যাওয়ার পথে মাদারিপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন ঘটনা জেনে সাথে সাথে মাদারিপুর পুলিশকে কল করে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঐ শিক্ষার্থী এবং পরিবারের সাথে কথা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের যাতায়াতে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন