ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে সোমবার স্থগিত ক্লাস-পরীক্ষা

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২১: ৫৬

স্বাধীন ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এছাড়া, সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা ও ল্যাব বর্জন করে অর্ধশতাধিক বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিবৃতি দেন। বিবৃতিতে দ্রুততম সময়ের মধ্যে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত