আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওআইসি-কমস্টেক কোঅর্ডিনেটর জেনারেলের সঙ্গে বৈঠকে মানারাতের উপাচার্য

আমার দেশ ডেস্ক
ওআইসি-কমস্টেক কোঅর্ডিনেটর জেনারেলের সঙ্গে বৈঠকে মানারাতের উপাচার্য

মুসলিম বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী ও ওআইসি-কমস্টেকের কোঅর্ডিনেটর জেনারেল অধ্যাপক ড. এম. ইকবাল চৌধুরীর সঙ্গে দেশসেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপচার্যবৃন্দের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব। শুক্রবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হয়।

বিজ্ঞাপন

বৈঠকে ওআইসি-কমস্টেক ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, উচ্চশিক্ষা ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা বিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক যোগ দিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রবকে আমন্ত্রণ জানান অধ্যাপক ড. এম. ইকবাল চৌধুরী। অধ্যাপক ইকবাল নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ: থার্ড ইয়ুথ ফোরাম অন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি’তে বিশেষ বক্তা হিসেবে যোগ দিতে বাংলাদেশে আসেন।

বৈঠকে অন্য সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম; এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন