২০ জুলাইয়ের মধ্যে ৭ কলেজে ভর্তি বিজ্ঞপ্তি, থাকছে সেকেন্ড টাইম সুযোগ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২: ৫২
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৩: ০৯

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পরই শুরু হবে অনলাইন আবেদন।

বিজ্ঞাপন

সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি। বিজ্ঞপ্তি প্রকাশে কিছু কাজ বাকি আছে। এই সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করছি, ২০ জুলাইয়ের আগেই তা প্রকাশ হবে।’

তিনি আরো জানান, আবেদন প্রক্রিয়া শেষে আগস্টের শেষদিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্রুত ফল প্রকাশ করে অক্টোবর মাসেই ক্লাস শুরুর লক্ষ্যে কাজ চলছে। ভর্তি পরীক্ষায় এবারও সনাতন পদ্ধতি অনুসরণ করা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বুয়েটের প্রযুক্তিগত সহায়তায় ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। সাত কলেজে ভর্তির ক্ষেত্রে এবারও বিদ্যমান কাঠামো অনুযায়ী আসন নির্ধারণ করা হবে। তবে যেসব বিভাগে শিক্ষক নেই, সেখানে আপাতত ভর্তি স্থগিত রাখা হতে পারে।

সেকেন্ড টাইম প্রসঙ্গে অধ্যাপক ইলিয়াস বলেন, ‘এখন পর্যন্ত সেকেন্ড টাইম সুযোগ রাখার পরিকল্পনা আছে। তবে বিস্তারিত সিদ্ধান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে থাকবে। আগামী বছর থেকে সেকেন্ড টাইম না-ও থাকতে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা অবস্থায় সাত কলেজে মোট আসন ছিল ২৩ হাজার ৫২৮টি। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ৮ হাজার ৬২৭টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১০ হাজার ১৯টি এবং বাণিজ্য অনুষদে ছিল ৪ হাজার ৮৯২টি আসন।

প্রসঙ্গত, এ বছর থেকে সাত কলেজের শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে নতুনভাবে প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত