আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রীদের ভিডিও কল দেওয়া ইবি শিক্ষক বরখাস্ত

প্রতিনিধি, ইবি
ছাত্রীদের ভিডিও কল দেওয়া ইবি শিক্ষক বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীদের ভিডিও কল দেওয়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ৫ জুলাই ২০২৫ থেকে ড. আজিজুল ইসলামকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত থাকাকালীন সময় বিধি মোতাবেক তিনি জীবন ধারণ ভাতা পাবেন।

আজিজুল ইসলামের বিরুদ্ধে বাজে ব্যবহার, যৌন হয়রানি, ক্লাসরুমে পোশাক ও শারীরিক গঠনের উপর কুরুচিপূর্ণ মন্তব্য, গভীর রাতে নারী শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ/ইমোর মাধ্যমে ভিডিও কল করা, অশালীন আচরণ, বিবাহিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে বাজে মন্তব্য, মার্কিংয়ে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২৩ জন নারী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় ড. আজিজুল ইসলামকে বিভাগীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এরআগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে সমকামিতা ও বিতর্কিত কর্মকাণ্ডের শাস্তি স্বরুপ চাকরিচ্যুত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন