৩৩ বছরের অচলায়তনের অবসান

প্রতিনিধি, জাবি

দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়।
শপথবাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, তবে প্রচেষ্টা ছিল সুষ্ঠু জাকসু বাস্তবায়নের।
জাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ছাত্রসংসদ নির্বাচন দাবি করে উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছি। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র চর্চার ধারা তৈরি হয়েছে। আমি আশাবাদী তোমাদের ওপর অর্পিত দায়িত্ব তোমরা নিষ্ঠার সঙ্গে পালন করবে।
শপথ-পরবর্তী বক্তব্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, এ বিজয়ের দাবিদার আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদরা। যারা তাদের বুকের রক্ত দিয়ে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। জাকসু নির্বাচনের পেছনে প্রতিটি শিক্ষার্থীর অবদান আছে।
এ সময় নবনির্বাচিত সহসভাপতি আবদুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ দিতে চাই, তারা সব ধরনের চাপ মোকাবিলা করে জাকসু নির্বাচন দিতে সক্ষম হয়েছেন। সবাইকে আমন্ত্রণ জানাই আসুন, সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করি।
এ সময় উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান বলেন, বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গিয়েছিল। তার পুনরুদ্ধার শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে । জাকসু ও ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। আমরা সব অংশীজনকে ধন্যবাদ দিতে চাই, যারা এ নির্বাচন বাস্তবায়নে সহায়তা করেছেন।

দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়।
শপথবাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, তবে প্রচেষ্টা ছিল সুষ্ঠু জাকসু বাস্তবায়নের।
জাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ছাত্রসংসদ নির্বাচন দাবি করে উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছি। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র চর্চার ধারা তৈরি হয়েছে। আমি আশাবাদী তোমাদের ওপর অর্পিত দায়িত্ব তোমরা নিষ্ঠার সঙ্গে পালন করবে।
শপথ-পরবর্তী বক্তব্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, এ বিজয়ের দাবিদার আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদরা। যারা তাদের বুকের রক্ত দিয়ে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। জাকসু নির্বাচনের পেছনে প্রতিটি শিক্ষার্থীর অবদান আছে।
এ সময় নবনির্বাচিত সহসভাপতি আবদুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ দিতে চাই, তারা সব ধরনের চাপ মোকাবিলা করে জাকসু নির্বাচন দিতে সক্ষম হয়েছেন। সবাইকে আমন্ত্রণ জানাই আসুন, সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করি।
এ সময় উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান বলেন, বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গিয়েছিল। তার পুনরুদ্ধার শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে । জাকসু ও ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। আমরা সব অংশীজনকে ধন্যবাদ দিতে চাই, যারা এ নির্বাচন বাস্তবায়নে সহায়তা করেছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, জুলাই অভ্যুত্থানে সফল নেতৃত্বের কারণে শিক্ষার্থীদের প্রতি জনসাধারণের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রত্যাশা পূরণ ও সমাজ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে হবে।
৪ ঘণ্টা আগে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেছেন। রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
৭ ঘণ্টা আগে
পাঁচ দফা দাবি আদায়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেন, গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ
১০ ঘণ্টা আগে