রোববার খুলছে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২১: ১২
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২১: ১৩

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাস খুলছে রোববার। শনিবার সন্ধ্যায় আমার দেশকে মাইলস্টোন স্কুলের সিনিয়র শিক্ষক শেখ ফরিদ জানান, আগামীকাল খুলছে কলেজ ক্যাম্পাস। আর বুধবার খুলবে, সেভেন ও এইট। আর বৃহস্পতিবার খুলবে, ফাইভ ও সিক্স ক্লাস।

তিনি বলেন, বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া এই মুহূর্তে আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই। তাই আমরা আগামীকাল (৩ আগস্ট) সীমিত পরিসরে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে শুরুতে কোনো ধরনের পাঠদান কার্যক্রম চালু করা হবে না। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে লক্ষ্যে আমরা ক্যাম্পাসে আসা-যাওয়ার ব্যবস্থা রাখছি।

বিজ্ঞাপন

গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেদিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে কলেজটিতে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। এতে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত হন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত