সাত কলেজের রানিং শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপরেখায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের এ ন্যায্য দাবি অগ্রাহ্য করা হলে নতুন করে বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন তারা।
বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখায় বাদ পড়া ১২টি বিভাগ ও রানিং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ইউজিসি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন আওলাদ জিসান জানান, এ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে; শিক্ষা মন্ত্রণালয় চলমান শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিলে ইউজিসির কোনো আপত্তি থাকবে না।
বৃহস্পতিবার দুপুরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কক্ষে এ বৈঠকে ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষসহ বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় আনতে হবে। এছাড়া রূপরেখায় বাদ পড়া ১২টি বিভাগ যুক্ত করতে হবে। শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় না আনলে তারা সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। তাই অধ্যাদেশ জারির আগেই চলমান শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপরেখায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদের এ ন্যায্য দাবি অগ্রাহ্য হলে বৃহত্তর কর্মসূচির দিকে যাবে শিক্ষার্থীরা।

