আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

শিক্ষকদের দাবি যৌক্তিক ছিলো, আর্থিক কারণে সিদ্ধান্ত নেয়া যায়নি

আমার দেশ অনলাইন
শিক্ষকদের দাবি যৌক্তিক ছিলো, আর্থিক কারণে সিদ্ধান্ত নেয়া যায়নি
ছবি: আমার দেশ

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিলো। কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এ সিদ্ধান্ত নেয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের পর ১৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর সম্মতিপত্র জারির পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবেন এবং এতে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন যাবত কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা।

এদিকে দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, আগামীকাল বুধবার থেকে শ্রেণীকক্ষে ফিরবেন তারা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

পরে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি বাধাগ্রস্ত হয়। শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন তারা। পরবর্তীতে বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ইয়েমেনে আটক জাতিসংঘ কর্মীদের হুথি আদালতে তলব, জাতিসংঘের নিন্দা

সোবসলাইয়ের পেনাল্টিতে রক্ষা লিভারপুলের, জিতল বায়ার্নও

কুন্দের তিন মিনিটের ঝড়ে তিন পয়েন্ট পেল বার্সা

‘পশুপাখিকেও এমন খাবার দেয় না’-যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

অবকাঠামো ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম

এলাকার খবর
খুঁজুন