ইবিতে জিয়া পরিষদ ও ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৪: ০৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছেন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা। শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবমাননার অভিযোগে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে অবস্থান নেয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবির জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান , সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাদা দলের আহ্বায়ক ড. এ কে এম মতিউর রহমান ও ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ প্রমুখ।

সমাবেশে ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, একদিকে স্বৈরাচার হাসিনা ভারতের পালিয়ে রয়েছে অন্যদিকে ৭১ এর মানবতা বিরোধী রাজাকার শক্তি দুটো মিলে মিশে এক হয়েছে। একটা নির্দিষ্ট গোষ্ঠী জাতীয়তাবাদী নেতা তারেক রহমানকে নিয়ে অশ্রাব্য এবং অশালীন গালিগালাজ করছে। আপনারা সবাই জানেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমান দেশের জন্য ত্যাগ করেছেন, কতটা নির্যাতিত হয়েছেন অথচ মানবতা বিরোধী একটা দল যারা পাকিস্তানকে ভালোবাসে তারাই আজ জাতীয়তাবাদী দলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা আজ ও বাংলাদেশকে ধারণ করতে পারেনি।

জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির উপর পদাঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করে তারা সমগ্র বাংলাদেশের মানুষকে অপমানিত করেছে। যা কোনো ভাবেই কাম্য নয়।

এসব কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে পরবর্তীতে কঠোর ও উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত