প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা নজিরবিহীন জয় অর্জন করেন। ১৮টি হলের মোট ৫৪টি শীর্ষ পদের ৫৩টিতে তারা বিজয়ী হন, যা শিক্ষার্থীদের মধ্যে অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের নিদর্শন।
বিশ্লেষণে দেখা যায় যে ১৮টি আবাসিক হলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদগুলোতে স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচিত হন। কেবল জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী বিজয়ী হন। এতে স্বতন্ত্র প্রতিনিধিত্বের প্রতি শিক্ষার্থীদের প্রাধান্য প্রকাশ পায়।
এই নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ মোট ২৩৪টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর মধ্যরাতের পরে ফলাফল ঘোষণা করা হয়।
আপাতদৃষ্টিতে স্বতন্ত্র হলেও বিজয়ী প্রার্থীদের প্রতি বিভিন্ন ছাত্র সংগঠনের উল্লেখযোগ্য সমর্থন ছিল। ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ স্বতন্ত্র প্রার্থীদের যথেষ্ট সমর্থন দিয়েছে, আর জগন্নাথ হলে ছাত্র ইউনিয়ন ‘শহীদ জগৎজ্যোতি ব্রিগেড’ নামে প্যানেল প্রদর্শন করে।
ফলাফল ভোটারদের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখাচ্ছে। প্রচলিত রাজনৈতিক সংযুক্ত ভূমিকা হারাচ্ছে এবং স্বতন্ত্র আন্দোলনের প্রতি প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ছাত্রীদের হলে স্বতন্ত্র প্রার্থীদের বিজয় দৃঢ়, যেমন রোকেয়া হলের ফাতেমাতুল জান্নাত ইমা ভিপি পদে ৯৪১ ভোট পেয়েছেন।
পুরুষ হলে মাস্টারদা সূর্য সেন হলে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক ভিপি পদে ৬৯২ ভোট পেয়ে জয়ী হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মো. মুসলিমুর রহমান ৬০৮ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হন। এতে স্বতন্ত্র প্রার্থীদের প্রভাব বজায় থাকছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, দীর্ঘদিনের অভ্যস্ত হল সংস্কৃতির প্রতি অসন্তোষ ভোটে প্রভাব ফেলেছে। শিক্ষার্থীরা ‘গেস্টরুম–কমনরুম’ প্রথার বাইরে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন এমন প্রার্থীদের প্রতি প্রাধান্য দিয়েছেন।
কুয়েত মৈত্রী হলে ভোটের ব্যবধান তুলনামূলকভাবে কম ছিল। ভিপি পদে রাফিয়া রেহনুমা ৭৭১ ভোট পান, যা প্রতিযোগিতামূলক হলেও স্বতন্ত্র প্রার্থীর সফলতা প্রকাশ করে।
প্রধান হলের শীর্ষ তিনটি পদের বিজয়ীদের নাম দেওয়া হলো
রোকেয়া হল: ভিপি – ফাতেমাতুল জান্নাত ইমা (৯৪১), জিএস – সিনথিয়া মেহরিন সকাল (১৯৬১), এজিএস – আদিবা সায়মা খান (১৬৫৬)
কবি সুফিয়া কামাল হল: ভিপি – সানজানা আক্তার চৌধুরী (১২২০), জিএস – মোছা. রুকু খাতুন (১২৪৯), এজিএস – শিমু আক্তার (১৬৫৫)
শামসুন নাহার হল: ভিপি – কুররাতুল আইন কানিজ (১০৪৬), জিএস – সামিয়া মাসুদ মম (১৫৯০), এজিএস – নূরে জন্নাত সুজানা (১১০৩)
কুয়েত মৈত্রী হল: ভিপি – রাফিয়া রেহনুমা (৭৭১), জিএস – নিশিতা জামান নিহা (৭২২), এজিএস – তানজিনা তাম্মিম হাপসা (৫৪৮)
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ভিপি – তাসনিম আক্তার আলিফ নাবিলা (৫১৮), জিএস – মিফতাহুল জন্নাত (৭৬৫), এজিএস – রূপা আক্তার (৭৪০)
মাস্টারদা সূর্য সেন হল: ভিপি – আজিজুল হক (৬৯২), জিএস – মোখলেছুর রহমান (৪৮২), এজিএস – রিয়াজ উদ্দিন সাকিব (৩৮৮)
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ভিপি – মো. মহিউদ্দিন (৪৬১), জিএস – আসিফ ইমাম (৪২৪), এজিএস – মো. ফোজায়েল আহমাদ (৪৫০)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল: ভিপি – মো. মুসলিমুর রহমান (৬০৮), জিএস – আহমেদ আল সাবাহ (৪০৫), এজিএস – মুশফিক তাজওয়ার মাহির (৬১৩)
কবি জসীমউদ্দীন হল: ভিপি – মুহাম্মদ ওসমান গনি (৫৭৮), জিএস – মাসুম আবদুল্লাহ (৩৪৪), এজিএস – হিজবুল্লাহ আল হিজুল (৩৬৯)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা নজিরবিহীন জয় অর্জন করেন। ১৮টি হলের মোট ৫৪টি শীর্ষ পদের ৫৩টিতে তারা বিজয়ী হন, যা শিক্ষার্থীদের মধ্যে অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের নিদর্শন।
বিশ্লেষণে দেখা যায় যে ১৮টি আবাসিক হলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদগুলোতে স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচিত হন। কেবল জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী বিজয়ী হন। এতে স্বতন্ত্র প্রতিনিধিত্বের প্রতি শিক্ষার্থীদের প্রাধান্য প্রকাশ পায়।
এই নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ মোট ২৩৪টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর মধ্যরাতের পরে ফলাফল ঘোষণা করা হয়।
আপাতদৃষ্টিতে স্বতন্ত্র হলেও বিজয়ী প্রার্থীদের প্রতি বিভিন্ন ছাত্র সংগঠনের উল্লেখযোগ্য সমর্থন ছিল। ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ স্বতন্ত্র প্রার্থীদের যথেষ্ট সমর্থন দিয়েছে, আর জগন্নাথ হলে ছাত্র ইউনিয়ন ‘শহীদ জগৎজ্যোতি ব্রিগেড’ নামে প্যানেল প্রদর্শন করে।
ফলাফল ভোটারদের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখাচ্ছে। প্রচলিত রাজনৈতিক সংযুক্ত ভূমিকা হারাচ্ছে এবং স্বতন্ত্র আন্দোলনের প্রতি প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ছাত্রীদের হলে স্বতন্ত্র প্রার্থীদের বিজয় দৃঢ়, যেমন রোকেয়া হলের ফাতেমাতুল জান্নাত ইমা ভিপি পদে ৯৪১ ভোট পেয়েছেন।
পুরুষ হলে মাস্টারদা সূর্য সেন হলে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক ভিপি পদে ৬৯২ ভোট পেয়ে জয়ী হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মো. মুসলিমুর রহমান ৬০৮ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হন। এতে স্বতন্ত্র প্রার্থীদের প্রভাব বজায় থাকছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, দীর্ঘদিনের অভ্যস্ত হল সংস্কৃতির প্রতি অসন্তোষ ভোটে প্রভাব ফেলেছে। শিক্ষার্থীরা ‘গেস্টরুম–কমনরুম’ প্রথার বাইরে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন এমন প্রার্থীদের প্রতি প্রাধান্য দিয়েছেন।
কুয়েত মৈত্রী হলে ভোটের ব্যবধান তুলনামূলকভাবে কম ছিল। ভিপি পদে রাফিয়া রেহনুমা ৭৭১ ভোট পান, যা প্রতিযোগিতামূলক হলেও স্বতন্ত্র প্রার্থীর সফলতা প্রকাশ করে।
প্রধান হলের শীর্ষ তিনটি পদের বিজয়ীদের নাম দেওয়া হলো
রোকেয়া হল: ভিপি – ফাতেমাতুল জান্নাত ইমা (৯৪১), জিএস – সিনথিয়া মেহরিন সকাল (১৯৬১), এজিএস – আদিবা সায়মা খান (১৬৫৬)
কবি সুফিয়া কামাল হল: ভিপি – সানজানা আক্তার চৌধুরী (১২২০), জিএস – মোছা. রুকু খাতুন (১২৪৯), এজিএস – শিমু আক্তার (১৬৫৫)
শামসুন নাহার হল: ভিপি – কুররাতুল আইন কানিজ (১০৪৬), জিএস – সামিয়া মাসুদ মম (১৫৯০), এজিএস – নূরে জন্নাত সুজানা (১১০৩)
কুয়েত মৈত্রী হল: ভিপি – রাফিয়া রেহনুমা (৭৭১), জিএস – নিশিতা জামান নিহা (৭২২), এজিএস – তানজিনা তাম্মিম হাপসা (৫৪৮)
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ভিপি – তাসনিম আক্তার আলিফ নাবিলা (৫১৮), জিএস – মিফতাহুল জন্নাত (৭৬৫), এজিএস – রূপা আক্তার (৭৪০)
মাস্টারদা সূর্য সেন হল: ভিপি – আজিজুল হক (৬৯২), জিএস – মোখলেছুর রহমান (৪৮২), এজিএস – রিয়াজ উদ্দিন সাকিব (৩৮৮)
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ভিপি – মো. মহিউদ্দিন (৪৬১), জিএস – আসিফ ইমাম (৪২৪), এজিএস – মো. ফোজায়েল আহমাদ (৪৫০)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল: ভিপি – মো. মুসলিমুর রহমান (৬০৮), জিএস – আহমেদ আল সাবাহ (৪০৫), এজিএস – মুশফিক তাজওয়ার মাহির (৬১৩)
কবি জসীমউদ্দীন হল: ভিপি – মুহাম্মদ ওসমান গনি (৫৭৮), জিএস – মাসুম আবদুল্লাহ (৩৪৪), এজিএস – হিজবুল্লাহ আল হিজুল (৩৬৯)
ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১০ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১ দিন আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
১ দিন আগে