আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় সরকারের নতুন পদক্ষেপ

আমার দেশ অনলাইন

প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় সরকারের নতুন পদক্ষেপ

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কর্মসূচির ফলে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ সরাসরি বিদ্যালয় থেকেই প্রদান করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাসংক্রান্ত একটি নতুন রূপরেখা তৈরি করে তা বাস্তবায়নের জন্য স্বাস্থ্যসেবা বিভাগে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে গৃহীত কর্মসূচি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত এসব কর্মসূচি তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো মন্ত্রণালয়ের এক চিঠিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসার মানোন্নয়নে একগুচ্ছ নতুন পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ এই রূপরেখা অনুমোদন করলে তৃণমূল পর্যায়ে এর বাস্তবায়ন শুরু হবে। এর মাধ্যমে বিদ্যমান কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।

নতুন রূপরেখা অনুযায়ী, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত মানের ফার্স্টএইড বক্স, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, রক্তচাপ (বিপি) মাপার মেশিন এবং সুগার লেভেল পরীক্ষার যন্ত্র সরবরাহের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বয়স ও ওজন অনুযায়ী সুষম খাদ্যের তালিকা সংবলিত পোস্টার ও লিফলেট বিতরণের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখবে।

রূপরেখায় মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। কোনো শিক্ষার্থী বা শিক্ষক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা এবং শিক্ষকদের জন্য ‘সুস্বাস্থ্য ও শিক্ষা’বিষয়ক বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন