আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবারও এইচএসসিতে এগিয়ে মেয়েরা

আমার দেশ অনলাইন
এবারও এইচএসসিতে এগিয়ে মেয়েরা

চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে আছে মেয়েরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় অংশ নেয়া ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ।

বিজ্ঞাপন

অন্যদিকে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছেলেদের পাসের হার ৫৪.৬ শতাংশ।

জিপিএ-৫ অর্জনের দিক থেকেও এগিয়ে আছে মেয়েরা। চলতি বছর ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ৩২ হাজার ৫৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

এদিকে গত বছরও এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছিল মেয়েরা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ ছিল। ছাত্রীদের পাসের হার ৭৯ দমশিক ৯৫। ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১।

জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এগিয়ে ছিল মেয়েরা। মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী। আর জিপিএ–৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬৪ হাজার ৯৭৮।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন