১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ই-সনদ প্রদান ও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়ার দাবিতে এবার লং মার্চ টু এনটিআরসিএ কর্মসূচি পালিত হচ্ছে।
বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের আয়োজনে কর্মসূচিতে সারা দেশের ভুক্তভোগীরা অংশ নিয়েছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় অন্যায়ভাবে তাদের ফেল করানো হয়েছে। ফল পুনঃমূল্যায়নের দাবিতে এর আগে বহু কর্মসূচি পালন করেও কোন সমাধান পাননি তারা। এ বিষয়ে তারা আদালতেও রিট করেছেন।

