২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে দুই সিলেবাসে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৯: ৪৯

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ত-দুই ধরণের সিলেবাসেই হবে এই পরীক্ষা। মঙ্গলবার বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠাতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এ ছাড়া যে-সকল শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি (পূর্ণাঙ্গ সিলেবাস) অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় নোটিশে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত