
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, জুলাই অভ্যুত্থানে সফল নেতৃত্বের কারণে শিক্ষার্থীদের প্রতি জনসাধারণের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রত্যাশা পূরণ ও সমাজ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে হবে।
বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই যোদ্ধাদের ‘বুদ্ধিমান’, ‘সাহসী’, ‘অকুতোভয়’ ও ‘দৃঢ়চিত্তের অধিকারী’ আখ্যা দিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, ‘তোমরা মৃত্যকে ভয় না পেয়ে দেশের স্বার্থে এগিয়ে এসেছো এবং তোমাদের ডাকে রাস্তায় নেমে এসেছিলো সাধারণ মানুষ। তোমাদের নিয়ে জাতি গর্ব করে। তোমাদের ওপর জাতির প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে সাহসিকতার সাথে সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি।’
তিনি আরো বলেন, তোমাদের দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জাতির প্রত্যাশা পূরণে সজাগ থাকতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের সহযোগিতায় টিম ওয়া্র্কের মাধ্যমে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ ছাড়া শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাসসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইডি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমিশনের সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যঅপক আইয়ুব ইসলাম তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক সুরক্ষায় চলমান কার্যক্রম সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তারা শিক্ষার্থীদের কল্যাণে ইউজিসি ও ইউনেস্কো কর্তৃক গৃহীত এ যৌথ উদ্যোগের প্রশংসা করেন।#

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, জুলাই অভ্যুত্থানে সফল নেতৃত্বের কারণে শিক্ষার্থীদের প্রতি জনসাধারণের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রত্যাশা পূরণ ও সমাজ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে হবে।
বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই যোদ্ধাদের ‘বুদ্ধিমান’, ‘সাহসী’, ‘অকুতোভয়’ ও ‘দৃঢ়চিত্তের অধিকারী’ আখ্যা দিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, ‘তোমরা মৃত্যকে ভয় না পেয়ে দেশের স্বার্থে এগিয়ে এসেছো এবং তোমাদের ডাকে রাস্তায় নেমে এসেছিলো সাধারণ মানুষ। তোমাদের নিয়ে জাতি গর্ব করে। তোমাদের ওপর জাতির প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে সাহসিকতার সাথে সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি।’
তিনি আরো বলেন, তোমাদের দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জাতির প্রত্যাশা পূরণে সজাগ থাকতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের সহযোগিতায় টিম ওয়া্র্কের মাধ্যমে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ ছাড়া শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাসসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইডি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমিশনের সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যঅপক আইয়ুব ইসলাম তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক সুরক্ষায় চলমান কার্যক্রম সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তারা শিক্ষার্থীদের কল্যাণে ইউজিসি ও ইউনেস্কো কর্তৃক গৃহীত এ যৌথ উদ্যোগের প্রশংসা করেন।#

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেছেন। রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
৫ ঘণ্টা আগে
পাঁচ দফা দাবি আদায়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেন, গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ
৮ ঘণ্টা আগে
ঢাকা থেকে দক্ষিণে সুন্দরবনের পথে যাত্রা করলে মাওয়া মহাসড়ক পেরিয়ে চোখে পড়ে এক নির্দেশক বোর্ড ‘খুলনা বিশ্ববিদ্যালয় আর বেশি দূরে নয়’। এরপর প্রায় দুই ঘণ্টার পথ পাড়ি দিলেই পৌঁছানো যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে। বাইরে থেকে শান্ত ও নিস্তব্ধ মনে হলেও ভেতরে এটি এক প্রাণচঞ্চল শিক্ষানগরী—যেখানে হাজারো তরুণ
১০ ঘণ্টা আগে