ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৭

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খসড়ার ওপর অংশীজনের মতামতের আহ্বান করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত করতে সব অংশীজনের মতামত ইমেইল ds univl@moedu.gov.bd বা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব, (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়শাখা) কাছে ৭ কার্যদিবসের মধ্যে মতামত পাঠানোর জন্য বলা হয়েছে।

এদিকে কলেজের বিদ্যমান কাঠামো বজায় রাখতে আজ বুধবারও সরকারি সাত কলেজে কর্মরত শিক্ষা ক্যাডাররা নিজ-নিজ কলেজে মানববন্ধন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রতিবাদ জানাচ্ছে।

এর আগে ৭ সাত কলেজের শিক্ষার্থীরাও মানবন্ধন করে নিজ নিজ কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখার পক্ষে মানবন্ধন করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত