জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনলাইনে ফলাফল জানতে পারবেন।

পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS Result: http://results.nu.ac.bd/ এবং B.Sc, BBA & B.Music Result: https://results.nubd.info/)-এ পাওয়া যাবে।

সারাদেশে ৩৪২টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৩১টি বিষয়ে মোট ৩,৪৩,১৪৬ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ১৮ শতাংশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত