
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থ সংকট এবং সরকারের ব্যয় বৈষম্যের অভিযোগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০ লাখ।
যুগোপযোগী এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়াব।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এবং কলেজভিত্তিক উচ্চশিক্ষাকে সুশৃঙ্খল, মানসম্মত ও কেন্দ্রীয়ভাবে পরিচালনার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় ১৯৯২ সালে জাতীয় সংসদের আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও চাকরির বাজারে বাড়তে থাকা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।