অসচ্ছল নারী শিক্ষার্থীর পাশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

প্রতিনিধি, ববি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৩: ৫২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অসচ্ছল এক নারী শিক্ষার্থীর প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছে শাখা ছাত্রদল। শুধু প্রাথমিক ভর্তি নয়, ভবিষ্যতে চূড়ান্ত ভর্তি, প্রতিটি বর্ষের রেজিস্ট্রেশন ফি ও সেমিস্টার ফিসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে শিক্ষার্থীর অসচ্ছলতার বিষয়টি সামনে আসলে এই উদ্যোগ নেন তারা।

এ বিষয়ে ববি ছাত্রদল নেতা মোশারফ হোসেন বলেন, আমি মনে করি ছাত্রদল শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের আশার বাতিঘর। শিক্ষা সবার অধিকার। কোনো শিক্ষার্থী যেন ভর্তি বা একাডেমিক প্রক্রিয়ায় পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করাই আমাদের দায়বদ্ধতা।

তিনি আরও জানান, ছাত্রদল প্রতিবছরই অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত