আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাবিতে ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় শিক্ষার্থী আটক

জাবি প্রতিনিধি

জাবিতে ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় শিক্ষার্থী আটক
আটক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে মোবাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর বের করার সময় এক ছাত্রীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বেলা ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটকের পর ওই পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদুল আলম বলেন, সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা চলাকালে তাকে মোবাইল ব্যবহার করে উত্তর বের করার সময় আটক করা হয়। এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন