রুয়েটে ‘রেজিসটেন্স ওয়াল এগেইনস্ট ডিপ্লোমা মব’ কর্মসূচি পালিত

রাজশাহী অফিস
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৮

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীরা ডিপ্লোমা শিক্ষার্থীদের জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে ‘রেজিসটেন্স ওয়াল এগেইনস্ট ডিপ্লোমা মব’ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

প্রায় ছয় মাস ধরে চলমান প্রকৌশল অধিকার আন্দোলনের দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি ওয়ার্কিং কমিটি গঠিত হয়। ওই কমিটির সুপারিশকে কেন্দ্র করে ডিপ্লোমা শিক্ষার্থীদের সঙ্গে প্রকৌশলীদের উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ যৌক্তিক সমাধান যখন প্রায় নিশ্চিতত খন ডিপ্লোমা শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করে ন্যায়বিচারের পথ রুদ্ধ করার চেষ্টা করছে।

এবিষয়ে পুরকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিহাব হোসেন বলেন, আজকের আমাদের এই রেসিসটেন্স ওয়াল থেকে ডিপ্লোমা সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনদুর্ভোগ নিরসনে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার অঙ্গীকার করছি। জুলাই পরবর্তী বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা ও দেশের সাধারণ জনগণ মেনে নেব না।

তড়িৎকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীরাত সাফিন তূর্য বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য আমরা প্রকৌশলীরা দেশের স্বার্থে অবদান রাখতে চাই। কিন্তু স্বৈরাচারী আমল থেকে জেঁকে বসা ডিপ্লোমা সিন্ডিকেট দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে ও প্রকৌশল খাতকে রক্ষা করতেই আমাদের এই আন্দোলন।

শিক্ষার্থীরা আরও জানান, সরকারের গঠিত ওয়ার্কিং কমিটির সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্যমূলক কার্যকলাপ এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই জনস্বার্থে শান্তিপূর্ণ উপায়ে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত