আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা

ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হয়েছে।

মোট ১৩০টি আসনের বিপরীতে এবার ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল থেকেই চারুকলা অনুষদ কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ভর্তিচ্ছুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন