সাত কলেজের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ জারির জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীরা সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্লোগান দেন। তারা বলেন, কেবল অধ্যাদেশ জারির মাধ্যমেই বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, যারা কখনো তাদের পাশে দাঁড়াননি, তারাই এখন কলেজগুলোর সমস্যা সমাধানের উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তারা আরো বলেন, কিছু শিক্ষক তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেলেই রাখতে চাইছেন। অধ্যাদেশ জারি ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের পরীক্ষায় ফল খারাপ করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত ২৬ মার্চ রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ জারির জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীরা সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্লোগান দেন। তারা বলেন, কেবল অধ্যাদেশ জারির মাধ্যমেই বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, যারা কখনো তাদের পাশে দাঁড়াননি, তারাই এখন কলেজগুলোর সমস্যা সমাধানের উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তারা আরো বলেন, কিছু শিক্ষক তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেলেই রাখতে চাইছেন। অধ্যাদেশ জারি ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের পরীক্ষায় ফল খারাপ করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত ২৬ মার্চ রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৩ মিনিট আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১০ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১ দিন আগে