আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানারাত ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি গাম্বিয়ার এমওইউ স্বাক্ষর

আতিকুর রহমান নগরী

মানারাত ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি গাম্বিয়ার এমওইউ স্বাক্ষর
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি : সংগৃহীত

দ্বৈত ডিগ্রি প্রদান, যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষণ সহযোগিতা এবং শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নসহ বিভিন্ন অ্যাকাডেমিক সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ) গাম্বিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব।

ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি গাম্বিয়ার পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিকস) অধ্যাপক মোহাম্মদ আহসান এবং ডিরেক্টর অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস অধ্যাপক আফরোজা বুলবুল।

এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন আবু আইয়ুব মো. ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...