আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ববিতে নথি ফাঁসের ঘটনায় উপাচার্যের পিএসকে অপসারণ

প্রতিনিধি, ববি

ববিতে নথি ফাঁসের ঘটনায় উপাচার্যের পিএসকে অপসারণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গোপন নথি ফাঁসের ঘটনায় উপাচার্যের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ মিজানুর রহমানকে অপসারণ করা হয়েছে।

গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার রাতে মিজানুর রহমানের ফেসবুক আইডিতে প্রায় ৫০টি গোপন নথি শেয়ার করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে সেগুলো মুছে ফেলা হলেও স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নথিগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের চাকরিচ্যুত করা, ব্যক্তিগত ফাইল ও শাস্তির নথি, তদন্ত প্রতিবেদন ও অডিট আপত্তির নথি, শিক্ষার্থীদের মামলার নথি ও কর্মকর্তাদের চাকরির আবেদনপত্রের ব্যক্তিগত ছবি রয়েছে। এ নিয়ে সমাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ মিজানুর রহমানকে উপাচার্যের কার্যালয় থেকে সরিয়ে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই নোটিসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের উপপরিচালক ড. এএফএম বোরহান উদ্দিনকে উপাচার্যের নতুন পিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন