প্রতিনিধি, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দুই যুবককে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের একজনের পরনে ছিল কালো এবং অন্যজনের পরনে গোলাপি রঙের টি-শার্ট।
তবে ফুটেজটি অস্পষ্ট হওয়ায় তাদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দৌড়ে পালানো ওই দুই যুবকের একজন জুবায়েদের টিউশনি করানো ছাত্রীর প্রেমিক। বিষয়টি নিশ্চিত করতে ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি আশপাশের ভবনের সিসিটিভি ভিডিও পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন জুবায়েদ। তিনি সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে ৩ তলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, বিকেল ৪টা ৩৯ মিনিটে কালো ব্যাগ পিঠে দুই যুবক বংশাল রোডের দিকে দৌড়ে যাচ্ছেন। পুলিশ ধারণা করছে, তারাই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।
ঘটনার পর লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, রাত সাড়ে ১১টার দিকে জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় তার টিউশনি করা ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।
জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দুই যুবককে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের একজনের পরনে ছিল কালো এবং অন্যজনের পরনে গোলাপি রঙের টি-শার্ট।
তবে ফুটেজটি অস্পষ্ট হওয়ায় তাদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দৌড়ে পালানো ওই দুই যুবকের একজন জুবায়েদের টিউশনি করানো ছাত্রীর প্রেমিক। বিষয়টি নিশ্চিত করতে ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি আশপাশের ভবনের সিসিটিভি ভিডিও পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন জুবায়েদ। তিনি সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে ৩ তলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, বিকেল ৪টা ৩৯ মিনিটে কালো ব্যাগ পিঠে দুই যুবক বংশাল রোডের দিকে দৌড়ে যাচ্ছেন। পুলিশ ধারণা করছে, তারাই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।
ঘটনার পর লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, রাত সাড়ে ১১টার দিকে জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় তার টিউশনি করা ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।
জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
৯ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
৯ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত সহকারী রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আবু বকর সিদ্দিক ছুটি না নিয়েই দীর্ঘদিন ধরেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
১১ ঘণ্টা আগেবৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
১২ ঘণ্টা আগে