বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের সভা বুধবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৭

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসি। এ বিষয়ে উচ্চপর্যায়ের এক সভা বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশ অনুযায়ী, সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় এ সভার আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রণায়ের উচ্চপর্যায়ের সভায় শিক্ষা উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক) নিয়োগের জন্য এনটিআরসিএ-এর মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদানের বিষয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় শিক্ষা উপদেষ্টা প্রধান অতিথি থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন। সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এক প্রস্তাব পাঠান।

প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারি প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারি সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো।

এতে এনটিআরসিএ আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে। এছাড়া সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত