বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে থেকে ষষ্ঠ নিয়োগে সুপারিশ না পাওয়া প্রার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাদেরকে এনটিআরসিএ ভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভবনের সামনে অবস্থান নিয়েছেন ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগবঞ্চিতরা। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করার সময় কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পেয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সামনে মানবন্ধন করেছেন চাকরি প্রার্থীরা। মানবন্ধন থেকে তারা বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরির সুপারিশ করার দাবি জানান।