১৮তম শিক্ষক নিবন্ধনে বাদ পড়াদের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ জুন ২০২৫, ২৩: ২৮

সম্প্রতি অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ভাইভা থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা। একই সঙ্গে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এটিসহ তাদের সাত দফা রয়েছে। দাবি আদায় না হলে আগামী রোববার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনকালে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, প্রায় ২৩ হাজার চাকরিপ্রার্থী ভাইভা পরীক্ষায় বঞ্চিত ও বৈষম্য-জুলুমের শিকার হয়েছেন। অনেককে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও পাস নম্বর দেওয়া হয়নি। এ জন্য সব বৈষম্য দূর করার পাশাপাশি ফলাফল পুনর্বিবেচনা করতে হবে। দাবিগুলো রোববারের মধ্যে পূরণ না হলে ওই দিন এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তাদের দাবিগুলো হলো- ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থীদের ফলাফল পুনর্বিবেচনা; কিছু বোর্ডে ৩০ পরীক্ষার্থী মধ্যে মাত্র একজনকে পাস করানো হয়েছে, আবার কিছু বোর্ডে ৩০ জনের মধ্যে ২৭ জনকে উত্তীর্ণ করানো হয়েছেÑ এই বৈষম্যের অবসান; ১৬তম ও ১৭তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং ৯৫ দশমিক ২ শতাংশ, যা ১৮তম পরীক্ষায় মাত্র ৭২ শতাংশ (যেখানে শূন্যপদ ১ লাখ ১০ হাজারের উপরে সেখানে পাস ৬০ হাজার), এমনকি আরবি প্রভাষক এবং সমাজ বিজ্ঞান প্রভাষকের ভাইভা পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৫৩ দশমিক ৪৭ শতাংশ ও ৫২ দশমিক ১ শতাংশ, গত বছরগুলোর তুলনায় এই হারের সমতা আনা; এ বছর লিখিত পরীক্ষা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় অনেক কঠিন ছিল এবং বিকল্প কোনো প্রশ্নও ছিল না- এর কারণ অনুসন্ধান ও সমাধান; সব ভাইভা পরীক্ষার্থীকে সনদ দিতে হবে; বিগত বছরের পরীক্ষাগুলোর সঙ্গে এবারের পরীক্ষার বিস্তর তারতম্য এবং ফলাফলের নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে সংকট সমাধান; ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসংগতি হয়েছে কি না, তা খতিয়ে দেখে সমাধান।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত