আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৮তম শিক্ষক নিবন্ধনে বাদ পড়াদের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
১৮তম শিক্ষক নিবন্ধনে বাদ পড়াদের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

সম্প্রতি অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ভাইভা থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা। একই সঙ্গে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এটিসহ তাদের সাত দফা রয়েছে। দাবি আদায় না হলে আগামী রোববার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনকালে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, প্রায় ২৩ হাজার চাকরিপ্রার্থী ভাইভা পরীক্ষায় বঞ্চিত ও বৈষম্য-জুলুমের শিকার হয়েছেন। অনেককে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও পাস নম্বর দেওয়া হয়নি। এ জন্য সব বৈষম্য দূর করার পাশাপাশি ফলাফল পুনর্বিবেচনা করতে হবে। দাবিগুলো রোববারের মধ্যে পূরণ না হলে ওই দিন এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তাদের দাবিগুলো হলো- ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থীদের ফলাফল পুনর্বিবেচনা; কিছু বোর্ডে ৩০ পরীক্ষার্থী মধ্যে মাত্র একজনকে পাস করানো হয়েছে, আবার কিছু বোর্ডে ৩০ জনের মধ্যে ২৭ জনকে উত্তীর্ণ করানো হয়েছেÑ এই বৈষম্যের অবসান; ১৬তম ও ১৭তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং ৯৫ দশমিক ২ শতাংশ, যা ১৮তম পরীক্ষায় মাত্র ৭২ শতাংশ (যেখানে শূন্যপদ ১ লাখ ১০ হাজারের উপরে সেখানে পাস ৬০ হাজার), এমনকি আরবি প্রভাষক এবং সমাজ বিজ্ঞান প্রভাষকের ভাইভা পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৫৩ দশমিক ৪৭ শতাংশ ও ৫২ দশমিক ১ শতাংশ, গত বছরগুলোর তুলনায় এই হারের সমতা আনা; এ বছর লিখিত পরীক্ষা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় অনেক কঠিন ছিল এবং বিকল্প কোনো প্রশ্নও ছিল না- এর কারণ অনুসন্ধান ও সমাধান; সব ভাইভা পরীক্ষার্থীকে সনদ দিতে হবে; বিগত বছরের পরীক্ষাগুলোর সঙ্গে এবারের পরীক্ষার বিস্তর তারতম্য এবং ফলাফলের নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে সংকট সমাধান; ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসংগতি হয়েছে কি না, তা খতিয়ে দেখে সমাধান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন