সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১১

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার এনটিআরসিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র দেয়া এবং যথারীতি যোগদানকৃত শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সবিনয় অনুরোধ করা হলো।

এর আগে গত ২৫ আগস্ট সুপারিশকৃত ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীর নিয়োগের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছিলো।

এনটিআরসিএ বলছে, প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্রে উল্লিখিত সময়ের মধ্যে নিয়োগপত্র দেয়া, যোগদানপত্র গ্রহণ এবং এমপিওভুক্ত কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। কারণ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ও পরবর্তী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারির কার্যক্রম এই ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ সম্পন্নের ওপর নির্ভরশীল। তাই সুপারিশপ্রাপ্তদের যোগদান কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছিলো।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত